😂"আঞ্চলিক ভাষায় রচিত"😂
হুরান হাগলের ভাত নাই নোয়া হাগলের আমদানি
বোরকা ছাড়ি লেংটি হিঁন্দে আরো হিঁন্দে জামদানী
----
রোইদ নাই ঝড়িও নাই তবু মাতার উর্পে ছাতি
ঘরে নাই চেরাগের হর মছিদে দেয় মোমবাতি
----
ঠিক করি হায়না খাইতো মাইনষের ঘরে খাদিমদার
নিজের উধার শোধ করেনা হরের বেলায় জামিন্দার
----
ডাইল'দি খাই ধোয় সাবানে কোন হাগলে হাইছে
মাইনষে যাতে মনে করে গোস্ত'দি ভাত খাইছে
----
কলি-কালের রুগি হেতে মরি শরম লাজে
জ্বরে ধরা রুগি দেখলে নিজেই ডাক্তার সাজে
----
সুদ ঘুষ হারাম বেলে ইমাম সাব কয় অতি
দুই'টিঁয়ার লাভের লাই বানায় সুদখোর সভাপতি
----
হাঁচ ওয়াক্ত নামাজ দিনে বাঁকি ছোগার খবর নাই
জুম্মার দিন যাই আগ্-কাতারে হড়ে উঁন্ডা খাই
----
ঠেইল্যে ঠেলা যায়না হেইদিন মুসুল্লিরা বেশুমার
পাঞ্জেগানায় মছিদ একলা কাঁন্দে জারেজার
----
দিনে হাঁচবার নামাজ হড়ি দোয়া করে বেকের লাই
নিজের হেট হুলাই আঁডচ মুয়াজ্জিনের বেলায় নাই
----
নামাজ রোজার বালাই নাই নিজের বেলায় বেশ
নিজে হালন ঠিক করেনা বেজ্ঞুন'রে দেয় উপদেশ
----
হার মানেনা ঘাড় ত্যাড়ারা বুদ্ধি কামড়াই খায়
চাইল শোয়াসের দি অইলেও নিজেই উর্পে থায়
----
কোরানি আইন চোরের সাজা কাডন লাগে হাত
হেই জাগাৎ মছিদের জুতার বেহিসাব নাজাত
----
চোরের মা'র বড় গলা যদি সাইত্তো হারে
বাঁচি গেলেই সাধু বাবা চোর কইবি কারে?
----
নিজের মা'রে মা বোলায়না হড়িরে কয় আম্মাজান
তোর বিবেকে কুত্তা মুইচ্ছে, মুইচ্ছে ইবলিস শয়তান
----
এরুম আরো জ্ঞানের দুশমন হাইতাম যদি লাগল
বস্তা ভরি ভাসাই দিতাম বেজ্ঞুন উদু হাগল।