চোরে চোরে মাসতুতো ভাই'র
সম্বন্ধ নাই ভালা
দিন বদলের আশু বন্ধন
মা ছেলে আর খালা।
উর্ধ্ব কিবা অধঃমহলে
সম্যক্ চোরের পদধ্বনি
বঙ্গবন্ধুর সোনার বাংলা
একখণ্ড চোরের খনি
চোরের রাজ্যে বাস বসতী
চোরে রান্ধে চোরে খায়
কবে জানি মাথার উপর
ছিটকে পড়ে চুরির দায়
যেথায় যাই যেদিকে চা'ই
শুধু চোরের আনাগোনা
যত পায় ততই খায়, তবু
ঐ শালাদের পেট ভরেনা
তলা বিহীন চোরের জঠর
মুদ্রায় মজুদ কাড়ি কাড়ি
ওরাই দেশের গো* মাইরা
বেগম পাড়ায় বানায় বাড়ি
আপনালয়ের অপহর্তা
নিত্য গৃহের সিঁধ কাটে
ধুকে ধুকে অনাহারে
মরছে গরিব রাস্তা ঘাটে
নীতির এমন পরিণতি
দেখলে শবে ধরে কাঁপন
মগডালে সব চোরের আসন
করবে কে শাসন
যদ্দিন মূর্খ আবাল চাটুকারের
থাকবে কটি গুঁজা
মুখ বুজে প্রায় ততকাল
করতে হবে চোরের পূজা
আর কিছু দিন অগ্রযাত্রা
এরুপ থাকলে চলমান
ভবিষ্যতে চোর রপ্তানিতে
বিশ্বে রাখবো অবদান
চোর আছে ভাই চোর
হরেক রকম চোর
চোরের বিনিময়ে হবে
সারা রাজ্য তোর।
চোরে ঠাইসা গেছে দেশটা
অকর্মা সব কামে
এক থালা চোর বেইচ্ছা দিমু
অল্প সল্প দামে।