ওরে সর্বহারা শোষিতরা
এবার সময় জাগরে তোরা
কান পেতে শোন ডাকছে কারা
বিবেক কি তোদের দেয় না নাড়া?

আর কতকাল শোষিত হবে
মরার মতো কত পড়েই রবে
হাক ছেড়ে দে - এবারের সংগ্রাম
স্বাধীনতা সার্বভৌম রক্ষার সংগ্রাম।

ভাসানীর দেশে জিন্নাহবাদীরা গড়েছে এসে ঘাটি
এটি ইয়াহিয়া কিংবা আইয়ূবের নয়, শহিদ জিয়ার মাটি
শেখ মুজিবের চেতনা কখনোই শেষ হতে পারেনা
মহাকালের তর্জনী উচালে পালাবে সব হায়েনা।

প্রয়োজনে ফের রেসকোর্স হবে, উড়বে বিজয় কেতন
মৃত্যুদন্ড মাথা পেতে নেবো তবু মানবো না অপশাসন
জেলে ভরেও পার পাবে না - আমরা অনেক জন
বৃটিশ-পাক হানাদার ঠিকতে পারেনি আর তুমি কে মহাজন?

আমাদের হাতে উঠে যদি লাঠি কিংবা শক্ত বাশ
নিমিষেই মহাজন পাল্টে যাবে দুদিনের ইতিহাস
ভয় দেখিও না ওরে মহাজন মোরা ভয় পাইনা
মোরা একবার উঠে দাড়ালে তুমি আর পার পাবে না।