কোন স্বাধীনতার বলে -
তোফাজ্জলের প্রাণ ঝরে গেলো,
লুটপাট হলো হাজারো বাড়ীঘর?

কোন স্বাধীনতার বলে -
পঙ্গু পিতা বাচ্চার ঔষধ নিতে এসে,
নিজেই লাশ হয়ে ফিরে যায় তার ঘরে?

কোন স্বাধীনতার বলে -
সলিমুল্লাহ হলে জঙ্গিরা এসে,
লেকচার থামিয়ে দেয় জোর করে?

কোন স্বাধীনতার বলে -
রাস্তাঘাটে মেয়েরা লাঞ্চিত হয়,
অজ্ঞান হয়ে পড়ে রয় থানার ফ্লোরে?

কোন স্বাধীনতার বলে-
অসাংবিধানিক রাজনীতি চর্চা হয়,
মুক্তিযুদ্ধের ইতিহাস বদলের কথা হয়?

কোন স্বাধীনতার বলে-
মৃত লাশের নামে মামলার ডায়েরি,
লাশেদেরও কি ফাসি দিতে চাও?

কোন স্বাধীনতার বলে-
বাকস্বাধীনতা বন্ধ করে বলো,
আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি?

কোন স্বাধীনতার বলে-
জোর করে চেতনা চাপিয়ে দাও,
অন্তর থেকে কি চেতনা মুছতে পারবে?

কোন স্বাধীনতার বলে-
কুকুরের মতো দলবেধে কর,
জনমানুষের উপর হামলা, মব জাস্টিস?

কোন স্বাধীনতার বলে-
অবুঝ শিশুর হাতে তুলে দাও
রাজনৈতিক দলের রেজিষ্ট্রেশন ফরম?

কোন স্বাধীনতার বলে-
কবির কবিতা লেখার অপরাধে
জীবন নাশের হুমকি ছুড়ে মারো?

কোন স্বাধীনতার বলে -
কবিতায় জোরপূর্বক শব্দবিন্যাস,
মনগড়া ইতিহাস নিয়ে রচনা কর উপন্যাস?

কোন স্বাধীনতার বলে -
জিন্নাহর মৃত্যু বার্ষিকী পালন করো,
অথচ সাতই মার্চ বাতিল করতে চাও?

কোন স্বাধীনতার বলে -
শিল্পীর সংগীতের মাঝে নিজেদের
পাপের আর কলঙ্কের দাগ ছাপাও?

কোন স্বাধীনতার বলে -
অশিক্ষিত মুর্খদের চাকরি দাও,
শিক্ষককে জোর করে পদত্যাগ করাও?

কোন স্বাধীনতার বলে-
চাঁদাবাজি আর ছিনতাইকারী হয়ে
ফিরে আসো সেই চিরচেনা রুপে বারেবারে?

কোন স্বাধীনতার বলে -
বিশ্বাস, চেতনায় আঘাত হানো
মহাজনি শাসনের কাল কর শুরু?