যখন ইচ্ছে নেই ভেবে কি হবে?
মুহুর্তের ফোঁটায় সকল তুমি ও তোমার কাবার।
ভুলেও ভুলোনা,ভুলতে না পারা অদ্ভুত পাগলামী।
মনের ভেতর তোমার যে মুখ এসে দাঁড়ায়,
যে তার চেনা কথার অচেনা রূপ দেখায়।
বৃষ্টি আজ না আসুক আকাশ মেঘেরই থাকুক।
যা ভেবেছি হয়েছে কবে?