ভাই বড় ধন
রক্তের বাঁধন
শান্তি পেতে বড় ভাইয়ের-
মেনে নাও অনুপম উপদেশ শাসন ।
মিলে মিশে এক হও হে রক্তের স্বজন ।।
এসো করি ভাই
রক্তের সেবা-ই
লাল রক্ত তো সকলের গায়-
রক্তের সহিদ রক্তের খাতির চাই ।
এ নেকী অন্য কোথাও আর নাই ।।
হে প্রিয় জন
প্রশান্ত কর মন
সকল রক্তের স্বার্থে -
অটুট অটল হবে সব রক্তের বাঁধন।
মিলে মিশে থাকি মোরা সবাই আপন ।।