এ= এই বসুন্ধরা- হৃদয় কাড়া- তারি মাঝে জুটি দুটি মন,
স= সঙ্গী হয়ে সুখে-দুঃখে পাশাপাশি ভালবেসে রবে আজীবন ।
এ= এই ভালবাসায়- স্বপ্ন আশায়- নির্মল চাওয়া-পাওয়া,
ম= মন মাধুরীতে সাজিয়ে সংসার বইছে সুখের হাওয়া ।
শি= শিশির দূর্বা ঘাসে- কত ভালবেসে- সূর্য কিরনে যায় হারিয়ে,
রি= রিম ঝিম-ঝিম বৃষ্টি ছন্দো মায়ায় কত আপন করে নেয় জরিয়ে ।
ন= নয়নে নয়ন রেখে হৃদয়ের পবিত্র প্রেম বাসনা দেয় জাগিয়ে ।।
আ= আসমানী প্রেমে- যাবে না থেমে- বরকত আল্লাহর নেয়ামত,
ক= কষ্ট দুঃখে বিপদ আপদে দুজন দুজনার সাহস শক্তি হিম্মত ।
তা= তারা দুজন- দুটি মন- পবিত্র বন্ধনে সুখে দুঃখে এক মন,
র= রয় যেন দুটি মন দুজন দুজনাতে ভাল বেসে আজীবন ।
লি= লিখিত তকদীরে – দুজনার তরে- আহলান-সাহলান সাদরে,
পি= পিঞ্জরে পিঞ্জরে ভরিয়া কত যতন করিয়া রেখেছে আদরে ।