উৎস্বর্গেঃ উক্ত কবিতার আসর এর সম্মানিত কবি সোহাগ প্রামানিক
সো,না পাখী উইরা গেলে- পরে রবে দেহ খানি,
হা,রাবে তার চলা বলা- ছলা কলা কলকলানী ।।
গ,র্ত খুরে রাখবে তারে, শেষ ঠিকানা কবরখানি-
প্রা,ণ-পাখীর যত্ন নিবে কর্মফলে, দেহখানি যাবে গলে ।।
মা,ন ইজ্জত পাবে রে, নয়তো পাবে শুধু গ্লানী-
নি,ষ্ফলে তো সবি গেল, কর্মফলে সবি পেল ।।
ক,র্ম ফলে সোনা পাখী রে, পাবে শান্তির ঘরখানি-