এ পাকে আছো ও পাকেও আছো
যে পাকে পাইম যুত,
সেই পাকে থাকিম যুত নিয়া
মুই বাপের পুত।

এর কথা ওক কইম ওর কথা এ্যাক কয়া
লাগে দিম ন্যাটা,
মাঝ খান থাকি সুবিধা নিম
মুই বাপের ব্যাটা।

কাকে ধরুম কাকে ছাড়ুম
কাকে মছরিয়া খাইম,
এগিলা ফিকির মগজত নিয়া
ধান্দা করিবার যাইম।

এমন দোপেয়ে প্রাণী এই সমাজে
পাওয়া বড় দায়,
কি বলছো চোখ খুলছো
ওরে বাবরে হায়রে  হায় !!

রচনাকালঃ 06-02-2023
সংগলশী, নীলফামারী।।