বহু কষ্ট করে-
সেই ছোট্ট হতে পড়ে,
নিতে চেয়েছিলাম জীবনটাকে গড়ে ।
সে জীবন ধন্য আজ-
স্যার স্যার পেয়েছি সম্মানের তাজ,
তাই প্রতিভা দিয়ে করে যাই কাজ ।
চোখের সামনে এসে-
তুপ্ততার হাসি হেসে,
অপুষ্টি স্বাক্ষরে বেতন নেয় ক্যাশে ।
বেতন দেখে তার-
চোখ কপালে আমার,
বুঝি নাতো কে- কার স্যার ।
স্যার সম্মানে চলে যায় মাস-
গর্বে নাকি কষ্টে ফেলি দীর্ঘশ্বাষ,
আপনদের সাথে সম্পর্কটাও সর্বনাশ ।
দিতে পারি না হাতটা যে খালি-
বাবা-মা কোন মত ভাই দেয় গালি,
বাহ বাহ তবু স্যার আমি খুশিতে দেই তালি ।
এ জীবনের কথা শুনবে কেবা-
সংসারের টানপোড়নের যন্ত্রনা আভা,
তবু হেসে বলি, কষ্ট নিওনা প্রতিভা ।