উৎসর্গেঃ আসরের সম্মানিত প্রিয় কবি জাকির হোসেন বিপ্লব
জা'ত হতে আজো পারলাম না ভাই জাত খুঁজে বেরাই,
কি' কারনে কিসের আশায় মানবের জাত খুঁজে বেরাই ।
র’ত্ন রেখে যত্ন ছেরে মায়াজালে পরের টা হাতাই ।।
হো’ড় করি নিজের বেলায় অন্যের বেলায় হাসি,
সে’ সব কথার নেইকো কদর হইছে নাকি বাসি ।
ন’য়ন খুলে নিজের ভুলে ভুলগুলো না সুধরাই ।।
বি’রাট কিছু ভাব ধরিয়া মুখে বড় বড় বুলি,
প’রের পিছে লেগে থাকি নিজের জাত ভুলি ।
ল’ইনা তো নিজের খবর জাতে উঠার দাওয়াই ।।
ব’ন্ধ হলে অন্তর দুয়ার আমি পুইড়া হবো ছাই ।।।
রাচনা কালঃ ২৮-০৯-২০২২ ইং
সংগলশী, নীলফামারী।।