উৎস্বর্গেঃ প্রিয় কবি “সরদার আরিফ উদ্দিন”
স,ত্যিকারের জ্ঞানলব্ধ অতুলনীয় শব্দ চয়নে কবিতা তার ,
র,ংধনুর সাত রং যেন মাধুর্য মাখা অতুলনীয় কবিতা সম্ভার ।
দা,রাজ-দিলে জ্ঞান মিলে বিষয়বস্তু চমৎকার,
র,ত্ন তিনি, জ্ঞানী তিনি, কবি তিনি এ বাংলার।
আ,কাশ হতে বৃষ্টি যেমন সতেজ জাগায় জমিন মাঠে,
রি,ক্ত হৃদয় ভরাই তেমন কবির লেখনী পাঠে পাঠে।
ফ,লন পেতে- হবে যেতে- কবির কাব্য নদীর ঘাটে ।।
উ,ত্তম ভাবনা প্রতিদিন অনুপম প্রতিফলন অনেক কিছু,
দ,য়া করে হে দয়াময় প্রভু কবির সম্মান শীর রেখ উঁচু ।
দি,কে দিকে যশ-খ্যাতি মানবতার প্রেম মাতি পরিশুদ্ধ মন
ন,য়ন জুড়াবে সবার- কীর্তিতে তাঁর- জ্ঞানীদের তিনি একজন।