"ভাই ডাকে মধুমাখা"
সেই ডাকে স্বপ্ন আঁকা।
সেই ডাকে কত স্মৃতি,
সেই ডাকে কত প্রীতি।
সেই ডাকে কাছে আসা,
সেই ডাকে ভালবাসা।
সেই ডাকে কত কথা,
সেই ডাকে সফলতা।
সেই ডাক হৃদয়ের বন্ধন,
থেমে যায় গোস্সা ক্রন্দন।
এনে দেয় সতেজ প্রাণে,
পরম মমতা সম্মানে।
ভাই ভাই ডেকে যায়,
কত শত বায়নায়।
দরদ ঢালা সেই ডাক,
মিল-বন্ধনে বেঁচে থাক।
বড় ভাই বলে কথা,
যদিও পায় ব্যথা।
তবু আগলে রাখে বুকে,
ছোটরা থাকুক মহাসুখে।
সম্মান শ্রদ্ধায় চায় সকলের মিল।
“বড় ভাই” মানে হৃদয় দারাজ দিল।
উৎসর্গ” পৃথিবীতে আছে যত বড় ভাই সকলের তরে।
রচনকালঃ ০৫-০৫-২০২১ ইং প্রিয় কবি ভালবাসার আপন ঘর-
"ভাই ডাকে মধুমাখা" কবিতায় মন্তব্য-প্রদানে রচিত।