বুঝি সবি
তবু আমি লোভী
তোমার থেকে কিছু পেতে করি লোভ লালসা,
তাই হরদম করে যাই তোমার অনেক প্রসংশা।
তুমি পাও সুখ
আমি হিংসুক
তোমার সুখে কষ্ট আমার হৃদয়ে করে বাসা,
তাই আমি নিত্য দিনে তোমার প্রতি করি হিংসা।
তুমি আপন-পর
আমি স্বার্থ-পর
স্বার্থ নিয়ে মিশুক হয়ে তোমার কাছে আসি,
তাই এ জগতে স্বার্থের তরে তোমায় ভালবাসি।
রচনাকালঃ
০২-০২-২০২৩ ইং
সংগলশী, নীলফামারী।