মে,ঘ তর্জনে- হুংকার গর্জনে- বুজমান জ্ঞান করেন দান,
জ,ঙ্গম করে- সকলের তরে- জাগিয়েছেন চিত্ত ধ্যন ।
র,ক্তিম রক্তে- পরিশুদ্ধ চিত্তে- মিশে বংশের গর্ব সম্মান ।।

কা,জ কর্মে- মানব ধর্মে- নামের প্রভাব মিলছে ঠিক,
জী,বন যুদ্ধে- সকলকে শুদ্ধে- দেখিয়েছেন সঠিক দিক ।

ফে,লানী জনে- পরিশুদ্ধ মনে- দিয়াছেন সুযোগ সম্ভার,
র,য় যেন সে- দূর্বার সাহসে- শির উঁচু করে দারাবার ।
দৌ,ড় দূর্বার- মিথ্যা চুরমার- সতত ন্যায় নিষ্ঠা মনে,
স,দা-সত্যে- এই মর্ত্যে- ন্যায় বিচার করেন জনে জনে ।

উ,ত্তম সে বিচার- খুশি সবার- বিমোহীত আশাতীত হৃদয়,
ল,লাট চুম্মনে- পুলকিত মনে- চায় সকলে আপনার বিজয়।

আ,ঞ্জাম দলে- সুনিপুন কৌশলে- সকলের যেন ভাল হয়,
ল,ক্ষ্য আশা- আল্লাহর ভালবাসা- পেতে তাঁর উত্তম বিনিময় ।
ম,নে প্রত্যয়-  আল্লাহ ভরসায়- করেছেন কাজ  জীবনময় ।।



উৎসর্গেঃ মেজর কাজী ফেরদৌস-উল- আলম
মহা-ব্যাবস্থাপক (মানব সম্পদ, ও এডমিন )
এভারগ্রীণ প্রোডাক্স ফ্যাক্টরী (বিডি) লিঃ