দেশ দশের কল্যাণ গণ-জনতার সেবা,
মুখে শুধু ঝিলিক অন্তরে করে কেবা।
না অনেকেই করে, সেবা করে যারা,
তাদের মাঝে প্রিয় কবি তুমিও এক সেরা।


কল্যাণকামীতে দেশ-জনতার সাথে,
অন্তরে কবির প্রবল আশা কলম হাতে।
যতদুর পারে লিখে যায় দেশের যত দিক,
হে আল্লাহ লিখতে কবিকে দাও তাওফিক।
তাওফিক দাও তোমার খুশিতে করতে যত কাজ,
কবির মাথায় পরিয়ে দাও প্রভু সর্বচ্চ সম্মান-তাজ।


ভেদা-ভেদ ভুলে বিপদ-কালে মানুষকে ভালবাসি,
ঝর-ঝাণ্ডা মারিয়ে দু-হাত বাড়িয়ে রয় পাশা-পাশি।
সুখেতে শুকরিয়া দুখকালে আল্লাহ ডাকে যে তোমায়,
কবির এ জীবন সুখে রাখ হে আল্লাহ দয়ালু-দয়াময়।


মানুষের বিপদ-আপদে কাঁদে-কাঁদেরে কবির দু-নয়ন ,
পরের তরে নিজেকে বিলায়, এইতো মহৎ জীবন।

উৎসর্গেঃ প্রিয় কবি ভালবাসার আপন ঘর-প্রতি............।