মুখের ভাষা স্তব্ধ
চোখের ভাষা সিক্ত
আবেগ শুধু বিগলিত
বিকেক সদা রুষ্ট
শ্রান্ত মনের কষ্ট
সময় শুধুই নষ্ট
খুজতে পথ, পথ ভুলেছি
মাকাল মায়ায় স্বপ্ন বুনেছি ।
হিসেব কষি শূন্য হাতে আজ,
স্বপ্ন গুলো ঘুমের মাঝে ভাজ ।
যে স্বপ্নে বিভোর হয়ে
দেই তৃপ্তির ঘুম,
সেই স্বপ্ন ঘুম মাঝারে
দেয় না আর চুম।
যার ব্যাথাতে স্বপ্ন চোখে
আর আসে না ঘুম,
চারদিকে পরছে দেখ
হাহাকারের ধুম ।
ফের স্বপ্ন বুনে স্বপ্ন মারি
উঠবো আমি বদ সঙ্গ ছাড়ি
দেখবে সবাই দেখবে।
যে যাই বলুক বলতে পারে
কি লাভ তাতে এই বাজারে
দেখবে মনিব দেখবে।
তোমরা যাহা চাচ্ছো দিতে
পারছি না তা আমি নিতে
যায় আসে না তাতে আমার
এই ধরনীর তরে
মায়া কান্নায় মরে
স্বর্ণ গুলি হয় যদি সব তামার।
ফের স্বপ্ন বুনে স্বপ্ন মারি
ওই জগতে দিবো পারি
সঙ্গে নিবো অর্থ কড়ি
সেই অর্থেই গড়াগড়ি
আয়না কান্না করি ।
সেই জনারই ভয়ে-
সেই জনতো অন্তর্যামী।
তোর এক ফোটা জল
অনেক- অনেক দামি ।