একজন সৈনিকের পথে
অনেকে চেষ্টা করে সৈনিক হতে ,
তবু কেউ পারে কেউ পারে না এই পথ চলতে।
একজন সৈনিক হতে হয় বিশেষ প্রয়োজন,
সামরিক সামর্থ্য এবং সমর্পণের অনুশাসন।
সমুদ্র পার হয়ে বিচ্ছিন্ন সবুজ ক্ষুদ্র দ্বীপ,
সেখানে সাধন করিতে হয় জ্ঞানের প্রদীপ।
দুষ্ট আঁধারের মধ্যে জ্বালিয়ে সাহসের বাতি,
তাকে নিয়ে প্রবল যেতে পারে সৈনিকের সাথী।
সৈনিকত্ব মানে দেশপ্রেম, আকাশ চুম্মি মর্যাদা,
বিপদে দেশের সেবা করা রক্ষিত স্বাধীনতা।
দৃঢ় চরিত্রের মাধ্যমে সেবা করতে যারে,
তার প্রতি় প্রেম বিলায় সম্মান করে।
প্রতিজ্ঞা নিয়ে পথ চলে একটি সৈনিক,
অসমাপ্ত বাঁধনের মাঝেও পথ দেখায় ঠিক।
আমরা সবাই পারি তাকে সমর্থন করতে,
দেশের মানুষের সুপ্ত হৃদয় জাগাতে।
যেকোনো ক্ষেত্রেই সম্মান দিয়ে গান গাই,
আমাদের সৈনিকদের উৎসাহ বারাই।
অবিরত শ্রদ্ধা নিবেদন তাদের প্রতি,
সবার হৃদয়ে জাগুক এই অনুভূতি।
সবাই সৈনিক হওয়ার প্রস্তুতি নেই,
দেশের সেবায় সৈনিক দের সমর্থন দেই।
একজন সৈনিকের চেয়েও বড়- সমর্থক সেই,
দেশ প্রেমে জীবন জীবনে তুলুক গান এই।