আজ রঙমাখা দিনে
সূর্য ডুবেছে রক্তের কাছে।
এলো-মেলো হয়ে সন্ধ্যা নামলে—
সন্ধ্যাতারা চলে যায় দূরে।
দূর মোহনায় বিহঙ্গ সুরে—
সচ্ছতায় হৃদয়রা ডুবে।
আমার পাড়ায় খুব গোপনে—
কার যেন পায়ের চিহ্ন পড়ে।

—সন্ধ্যা হলে।
মাশরুফ হাসান।