তোমার প্রতীক্ষায় রঙ বদলায় আকাশ,
বিকেলের ছায়ারা দীর্ঘশ্বাস ফেলে
সূর্য ডুবে গেলে তুমি ফোটো নিঃশব্দে,
নিঃসঙ্গ গোধূলির মতো।
হাওয়া যখন ধীরে নামে গাছের গায়ে,
তুমি তখন জেগে ওঠো চুপিসারে,
গভীর নীরবতায় জ্বলে ওঠে গন্ধ,
যেন হারিয়ে যাওয়া চিঠির শেষ বাক্য।
তোমার রং কি সন্ধ্যার গল্প?
নাকি কোনো হারিয়ে যাওয়া মুখের প্রতিচ্ছবি?
অন্ধকার যখন ধীরে নামে পাতা ছুঁয়ে,
তুমি কি কারও অপেক্ষায় ফোটো?
সকাল আসার আগেই ম্লান হয়ে যাও,
তবুও রাতজাগা হাওয়া তোমাকে মনে রাখে,
সন্ধ্যামালতী, তুমি কি জানো—
অবেলায় ফোটা ফুলের বেদনাও চিরন্তন?