নিশীথ রাতের নিস্তব্ধতা ছিঁড়ে
সাইরেন বেজেছিল '৪৭-এ,
দাদা বলেছিল, "পাকিস্তান জিন্দাবাদ!"
দাদীর চোখে তৃপ্তির জ্যোতি,মুখে আকর্ণ হাসি,
দেশভক্তির শপথে ভিজে ওঠা প্রার্থনা,
ভোরের আকাশে স্বাধীনতার গান।

পেরিয়ে গেল সময়ের স্রোত,
ভাঙল মোহ, উন্মোচন হল স্বরূপ।
১৯৭১, পূর্ব দিগন্তে জাগল আগুন,
বাবা রাইফেল হাতে তুলল,
কণ্ঠে তার "জয় বাংলা!"
মায়ের মুখেও ফুটল হাসি,
স্বাধীনতার আকাঙ্ক্ষায়, অঙ্গীকারের আলোয়।

আমি জন্মেছি শহিদের রক্তে ভেজা লাল মাটিতে,
রক্তের শপথে জাগানো স্বাধীনতায়।
আমার কণ্ঠে কোনো বিভেদের ভাষা নয়,
চিরকাল বাংলাদেশ, চিরকাল স্বাধীনতা।

রক্তে লেখা বিজয়ের উপাখ্যান
বেজে চলে প্রতিটি বীণায়।
যুদ্ধ ছিল, কিন্তু তার শেষ ধ্বনি-ভালোবাসা।

শত বছর পরে কেউ যদি জিজ্ঞাসা করে,
"কি ছিল সেদিন?" আমি বলব,
"মুক্তির রঙে, এক বুক অঙ্গীকার ছিল চিরকালীন!"