১.
আকাশের ছায়ায় লিখিত হলো এক শপথ,
যেখানে আলো আর অন্ধকারের যুদ্ধ চিরন্তন।
আদম (আ.)-এর কান্না মিশলো মাটির গভীরে,
ইবলিস দাঁড়ালো অহংকারের শিখরে,
পাপের প্রথম অক্ষর লেখা হলো,
ক্ষমার দরজাও রইলো খোলা!
২.
ওহে মানব!
পৃথিবী এক পরীক্ষার মাঠ,
যেখানে চেয়ে থাকো,
সেখানে ফাঁদ বিছানো।
শয়তানের কণ্ঠে মধুর প্রতিশ্রুতি,
কিন্তু পরিণতি শুধুই শূন্যতা।
যারা আল্লাহর পথ ধরে,
তাদের জন্য জান্নাতের দিগন্ত প্রসারিত!
৩.
নূহ (আ.)-এর জাহাজ দুলছিলো তরঙ্গে,
হুদ (আ.) ডাকলেন—কেউ শোনেনি,
সালেহ (আ.)-এর উটনি কেঁদেছিলো,
শু'আয়ব (আ.)-এর বাণী বাতাসে মিলিয়ে গেলো।
ফেরাউনের সিংহাসন কাঁপলো,
সমুদ্র ভাগ হলো,
মূসা (আ.) পার হলেন,
আর অহংকার ডুবে গেলো স্রোতে!
৪.
এখানে দাঁড়িয়ে আছে একদল মুখ,
না জান্নাতে, না জাহান্নামে,
তারা তাকিয়ে দেখে—
নেক আমলের আলো,
গুনাহের অন্ধকার।
একটু রহমত,
একটি দোয়া,
একটি স্বপ্ন—
যে তাদের পাড়ি দিবে জান্নাতের দরজায়!
৫.
ওহে মানুষ!
আল-আ'রাফের দেয়ালে তোমার নাম যেন না লেখা হয়!
পথ এখনো খোলা,
তওবা করো, ফিরে চলো,
সেই দয়ার সাগরে,
যেখানে প্রতিটি ঢেউ ক্ষমার বারতা বয়ে আনে!