সে কি মোনালিসা, না বনলতা সেন?
অর্ধেক আঁধার, অর্ধেক দ্যুতি,
চোখের গভীরে ঘূর্ণির মায়া,
নিরবতায় প্রশ্নের গুপ্ত সুরটি।
লিওনার্দোর তুলির ডগায়
যেমন রহস্যময় আধার ঝরে,
জীবনানন্দের ক্লান্ত বিকেল
তেমনি আলো-ছায়ায় ধরে।
একজন হাসির ভেতরে লুকিয়ে
নীরবতার এক চিরন্তন কাহিনি,
অন্যজন সময়ের স্রোতে ভাসা
ঘন কুয়াশায় পথ হারানো রমণী।
ফ্লোরেন্সের গলি থেকে নেমে এসে
নটোর বনে যদি তারা মেলে হাত,
একজন বলবে— ‘তুমি কি সত্য?’
আরেকজন শুধাবে— ‘তুমি কি রাত?’
তুলির রেখায় বা শব্দের ছন্দে
তারা কি তবে একই মায়া?
মোনালিসা চেয়ে আছে অতল চোখে,
বনলতা সেন ছড়িয়ে দিয়েছে ছায়া।
যদি একবার মিলত তারা
একই আকাশের জোছনায় এসে,
লিওনার্দো হয়তো ভুলে যেত রঙ,
আর জীবনানন্দ হারিয়ে যেত শেষে।