১৯৫২, একুশে ফেব্রুয়ারি,
রাত পেরিয়ে ভোর আসেনি তখনো,
তবু রাজপথ জেগে ছিল,
জেগে ছিল হৃদয়ের দ্রোহ।
"রাষ্ট্রভাষা বাংলা চাই"—
স্লোগানে কাঁপছিল ঢাকা,
বায়ান্নর আকাশে উড়ছিল প্রতিবাদের আগুন,
বুলেট ছুটে এল বুকে,
রাস্তায় ঝরল রক্ত,
লুটিয়ে পড়ল সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক—
অক্ষর ছাপা হল নীরব ঠোঁটে,
রক্তের অক্ষরে লিখল এক নতুন ইতিহাস,
তাদের নাম আজ নদীর ঢেউ,
আমাদের শিরায় প্রবাহিত আগুন।
সেদিন ১৪৪ ধারা মানেনি মন,
ভাষার দাবিতে রাস্তায় নেমেছিল ছাত্র, জনতা,
মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়ার
ষড়যন্ত্র ভেসে গিয়েছিল রক্তস্রোতে।
সেই রক্ত গড়িয়ে নামল বাংলার মাটিতে,
ভাষা পেল স্বাধীনতা,
সেই ভাষা আজ বিশ্বমঞ্চে,
২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক,
স্মরণে, গৌরবে, শপথে অমলিন।
কিন্তু প্রশ্ন রয়ে যায়—
ভাষার জন্য যারা দিল প্রাণ,
তাদের স্বপ্ন কি পূর্ণ হলো?
নাকি ভাষা রয়ে গেল কেবল
শহীদ মিনারের ফুলের মালায়?
শপথ হোক,
ভাষা শুধু স্মৃতিফুল নয়,
ভাষা হবে বেঁচে থাকার গান!
ভাষা মানে পরিচয়,
ভাষা মানে অধিকার,
ভাষা মানে স্বাধীনতা!