একদিন তোমাকে ছুঁয়েই বিবর্ণ সন্ধ্যায় হঠাৎ জেগে ওঠা ভিসুভিয়াস হবো।
তোমাকে ছুঁয়ে উড়ালচন্ডী এক বাউল হবো।
তোমাকে ছুঁয়ে প্রেমিক হবো।
তোমাকে ছুঁয়ে দিশেহারা হবো।
তোমাকে ছুঁয়েই নীলিমায় মেঘ হয়ে জমে যাবো কালের গহীনে।
একদিন তোমাকে ছুঁয়েই মহাকাব্যের শেষ শব্দ হবো।
তোমাকে ছুঁয়ে যাত্রা শুরু করবো নতুন পথে।
তোমাকে ছুঁয়ে বেদনার নীল আকাশ হবো।
তোমাকে ছুঁয়ে স্বপ্নের রঙ হবো।
তোমাকে ছুঁয়েই নতজানু ভুল হবো।
একদিন তোমাকে ছুঁয়েই অদৃশ্য পিঞ্জরের অহর্নিশ সুখ হবো।
তোমাকে ছুঁয়ে বাড়ি ফেরা ভুলে যাবো।
তোমাকে ছুঁয়ে অসমাপ্ত কবিতার শেষ পঙতি হবো।
তোমাকে ছুঁয়েই সারাদিনের ক্লান্তি ভালোবাসা হবে।
তোমাকে ছুঁয়েই সৌন্দর্যের গহনে ডুবুরী হয়ে তৃষ্ণার্ত ঠোঁটের ভালোবাসাহবো।
তোমাকে ছুঁয়ে রাত ভোর হবো।
তোমাকে ছুঁয়ে মাঝদুপুরের আবদার হবো।
তোমাকে ছুঁয়ে খুনসুটি হবো।
তোমাকে ছুঁয়ে অভিমান হবো।
তোমাকে ছুঁয়েই আমি-তুমি অভিন্ন এক সত্বা হবো।
একদিন তোমাকে ছুঁয়েই আমৃত্যু বেঁচে থাকা হবো।
একদিন তোমাকে ছুঁয়েই মরে যাবো।