যদি তোমার আমার দেখা না হতো!
তবে খেয়ালি এক বিকেল কাঁধে চাপিয়ে
বিভ্রান্ত যুবকের মতো হেঁটে চলতাম শহরের গলি-চোরাগলি।
তোমার নরম আঙ্গুল স্পর্শাতীত হয়ে
ভুলে যেতো আমার হাতের অগোছালো চুম্বন।
নির্ঘুম রাত্রির উদাসীনতায় প্রতীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে
নিবিড় আলিঙ্গনে জড়াতাম একাকীত্ব।
যদি তোমার আমার দেখা না হতো!
অলিখিত পঙতিমালা বিষন্নতায় ছেয়ে
হৃদয় কোঠরে মলিন সুর হয়ে বেজে চলতো অনন্ত কাল।
তোমার ঠোঁটে ফুটে থাকা অনিন্দ গোলাপ
বিষাদে ঝড়ে পরতো মাঝ রাতের শেষে!
যদি তোমার আমার দেখা না হতো!
তবে বেখেয়ালি বৃত্তে ঘূর্ণ্যমান যুবক
স্বপ্ন দেখা ভুলে গিয়ে
নিমজ্জ্বিত হতো নিঃস্বঙ্গতার স্রোতে।
আধপোড়া হৃদয় পড়ে রইতো আমৃত্যু একা!
ভীষন একা!!