অনুভূতির গভীরে আছড়ে পড়া স্মৃতিগুলো
শূন্যতার আবর্তে ঢেকে,
ভুলে যাও সব ভুল ভালোবাসা।
আমার অপেক্ষার আর্তনাদ তো শুধুই
তোমার মৌণময়ূরের গল্প!
কিংবা বিলাসিতায় বিষাদ চাষ!
কাকে ভালোবাসতে তুমি?
কবি?
কবিতা?
নাকি কবির কবিতাময় জীবন?
বাক্সবন্দী নির্ঘুম ঘুমে
শুধুই কবির কবিতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতে।
তবুও বারবার অভিনয়ের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে
ভালোবাসার মোড়কে বাঁধা পঙতিমালা।
আর, কবি?
সপ্তপদীর ভাঙ্গা কার্নিশ বেয়ে বেঁচে থাকা
নিষ্প্রাণ এক জীবন!
পেন্ডুলাম হয়ে দুলতে থাকা
শুধুই বিরহী শব্দের মায়াস্পন্দন!!