দরজাটা ইচ্ছে করেই রোজ খোলা রাখি,
যদি তুমি কখনো আসো অজান্তে!
তোমার আমার দূরত্বটা ৯০কিলোমিটারের মতো।
অথচ আকাশের দিকে তাকালেই মনে হয়,
এইতো খুব কাছাকাছি আছি আমরা দুজন।
তাই প্রতিদিন সময় করে আকাশ দেখি,
তোমাকে আরো কাছাকাছি দেখার আশায়।
একটা আকাশের নিচে থেকেও এতটা দূরত্ব?
একটা চাঁদ, একটা সূর্যের আলো দুজনেই দেখি,
একই বাতাসের স্পর্শ গায়েও মাখি।
তবুও আমরা একে অপরকে দেখতে পাই না।
লকডাউনের দিনগুলি শেষ হয়ে পৃথিবী সুস্থ হলে,
ঘুড়ে বেড়াবো টিএসসির এ মাথা থেকে ও মাথা।
তৃপ্তি করে খাবো আমার সেই প্রিয় তেতুল চা
হাত ধরে হেটে যাবো শাহবাগ থেকে বাংলামোটর
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে সমুচা আর চা
খেতে খেতে রাতের আকাশের চাঁদ দেখবো।
সবশেষে সমুদ্র কন্যা নীলবসনা সেন্টমার্টিনের পানিতে
পা ভিজিয়ে শুরু করবো তোমার আমার ছোট্ট সংসার।
একসাথে সূর্য ডোবা দেখবো, সাথে এক কাপ চা।
মনে থাকবে?