আজকাল আর তোমাকে আগের মতো অনুভব করি নাহ।
তুমি ও আমার থেকে যথেষ্ঠ দুরত্ব বজায় রাখো নিজেকে।
শেষ কবে এক সাথে দুজনে বিকেলে বারান্দায় চা শেষ করেছিলাম মনেই পড়ে নাহ।
ইদানিং বিকেল বেলায় বারান্দায় একা থাকতে ভাল লাগে নিজের মতো করে।
তুমি ও থাকো নিজের মতো করে নিজেকে নিয়ে মত্ত।
হ্যা কথা হয়, এক সাথে ঘুমায়, হাসি ভালো ও বাসি তবে তা শুধু লোক দেখানো বা জানানোর জন্য।
প্রকৃত পক্ষে আমরা দুজন দুই মেরুর পথচারী সঙ্গী কেবলই দির্ঘশ্বাস।
সংসার জীবনের অনেকটা সময় দুজনে পার করে এসেছি,
বিপরীতে বাড়িয়ে গেছি শুধু এই সংসার, পরিবার এবং দায়িত্ব।
শুধু খেয়াল করিনি আমাদের দুজনের টানাপড়েনের চিহ্ন।
সবকিছুরই একটা শেষ আছে হয়তো আমাদের সম্পর্কের ও।
কি লাভ শুধু শুধু প্রাণহীন, দায়িত্বহীন, ভালোবাসাহীন এই সম্পর্কে জড়িয়ে থেকে।
এরচেয়ে বরং চলো বাঁচি দুজন দুজনের মতো করে, খুঁজে দেখি জীবনের অন্য মানে।