তোমার কাছে এমন কি আছে হে মানবী?
যে আমার প্রতিটি লোহিতকণা আকর্ষিত হয়ে ছুটে যাই তোমার কাছে।
কি এমন আদিম সুখ তোমার কাছে লুকায়িত?
যে আমি, সারাক্ষণ খুজি তোমার মাঝে।
কি আছে তোমার চুলের সুগন্ধে এবং শরীরের মৌতাতে ?
যে আমি, উষ্ণ হতে তৃষ্ণার্থ হয়ে উঠি মুরুভুমির পথিকের মত।
কি এমন শিল্পতা তোমার ঠোটের মাঝে?
শুধু আমার ঠোট চলে আসে তোমার ঠোটকে ক্যানভাসে সাজাতে।
কি এমন গভীরতা তোমার মাঝে?
এই গভীরতায় ডুব দিতে বারবার আমার আমিকে প্রলোভন করে।
অবশেষে আমি চলে যাই সেই পথ হারা পথিকের মত।
আর খুজি সেই উত্তর এবং সে কন্ঠসর।