আরো একটা দিন মন খারাপের দখলে
জমবে অভিমানের পাহাড় উচ্চতায়
চার দেয়ালের সীমানায় এপার ওপার
চোখ বুজে থাকি পাশ বালিশের নির্ঘুমতায়
জানালা খুলে অপেক্ষায় থাকি বৃষ্টি আসার
বৃষ্টিতে আর আগের মত নেশা হয় না
আকাশ কালো করে মেঘ আসলো বলে এবার
ভিজে যাক জানালার পর্দা সাথে কবিতার বইয়ের পাতা
ঘুম ভর করলো এখন আর চোখ খুলে রাখা যায় না
চলে গেলে দ্বিতীয়বার কেউ আর ফিরে আসেনা