তোমাদের রাজনৈতিক মতাদর্শের সাথে
আমাদের রাজনৈতিক মতাদর্শের বিরাট তফাৎ
আমরা যেখানে মানুষের কথা বলি
তোমরা সেখানে নিজেদের স্বার্থের কথা ভাবো
তোমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সাথে
আমাদের সমাজ ব্যবস্থার বিরাট তফাৎ
আমরা যেখানে খেটে খাওয়া মানুষের কথা বলি
তোমরা সেখানে নিজেদের মুনাফার কথা ভাবো
তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিরাট তফাৎ
আমরা যেখানে অসাম্প্রদায়িক দেশ ঘঠনের কথা বলি
তোমরা সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কথা ভাবো
তোমাদের রাষ্ট্র ব্যবস্থার সাথে
আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিরাট তফাৎ
আমরা যেখানে নিপীড়িত শোষিত মানুষের কথা বলি
তোমার সেখানে কর্পোরেট বুর্জোয়াদের সুবিধার কথা ভাবো
তোমাদের জীবন যাপনের সাথে
আমাদের জীবন যাপনের বিরাট তফাৎ
আমরা যেখানে জীবনের প্রকৃত অর্থ খুঁজি,
মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের অধিকারের কথা বলি।
তোমরা সেখানে নিজেদের কথা ভেবেই জীবন নষ্ট করো।