বসন্ত তুমি এসেছো,দাঁড়িয়ে আছো-
মলিন বিবর্ণ মুখে নিঃশব্দে
নিস্তেজ শক্তিহীন তসবির মতো,
নিরন্তর প্রকৃতি তাই শান্ত।
দেখত চেয়ে এদেহে নেই তারুন্য আজ
নির্জীব প্রাণ নিরবে দৃষ্টি মেলে অনিমেষ,
খোঁজে নিরন্তর উপস্থিতি তোমার,
দূর-থেকে-দূরে বহু দূরে----।
তুমি কি এসেছো বসন্ত-
নাকি আসবেনা;বলো,বলতে হবে তোমাকে,
নাকি চলে গেলে চির বসন্তের দেশে-
তারুন্যেরে নিয়ে!
তোমাকে যে আসতেই হবে-
আমার বুকে যৌবনের মাঝে,
যৌবনের শাশ্বত-
চির সাথী হয়ে, আসবেত ?