তোমার চোখে আজ অগ্নি ঝলক
পুড়াতে চায় সব দগ্ধ করে,
দুহাতে তোমার বারুদের গন্ধ-
প্রেমহীন মুখ থুবড়ে পড়া হাহাকার।

বেদনার লেশহীন অনিমেষ দৃষ্টি,
আহবান ছুঁয়ে ছুঁয়ে যায় কোন-  
অসীম দিগন্তে,হাতছানি দিয়ে ডাকা,
বুকের ভেতরে বাজা বেদনা-ক্লান্তি।

আমি দেখেছি আর মুগ্ধ হয়েছি
আপন স্বত্বার মাঝে আর-
অপেক্ষার প্রহর গুলো ফিরে ফিরে যায়
অলীক স্বপ্নেরা খেলা করে নিরন্তর আশায়।



৫/৪/১৫ খ্রিঃ