সুন্দর কবিতা গুলো সব সময়
সুন্দর মনের হয়,সুন্দর মানুষের কাছে
সে শুধু চায় দিতে  
সুবাস ছড়িয়ে ভালোবাসার পাপড়ীকে।

কখনো বা কাঁটার পরশ ছোঁয়ায়  
হুল ফোঁটায় তীব্র বিষাদে,
অদৃশ্য হাতের পরশ বুলিয়ে গ্রহন করে
প্রিয়ার সুখের অযাচিত চাওয়া।

সেইত অনিন্দ সুন্দর কবিতা
নীল বেদনার আঘাতে ঝরায়
মুকুলের তীব্র নিনাদ
অনিমেষ কালো আঁধারের বুকে।