রোমান্টিক শব্দটি এসেছে ইংরেজি শব্দ থেকে । ইংরেজদের আগমনের আগে এদেশের সাহিত্যে রোমান্টিক বলে কোন শব্দ ছিলনা, বিলাতি-জাহাজে এর আমদানি। রোমান্টিক কাব্যের একটা মূল ধর্ম সকল দেশের এবং সকল যুগের সাহিত্যেই তার অল্প
বিস্তর সন্ধান পাওয়া-যাবে। আমাদের প্রাচীন বাংলা সাহিত্যে এই রোমান্টিক-দৃষ্টিভঙ্গি অনেকখানি ছড়িয়ে আছে। রোমান্টিক শব্দটির তাৎপর্য নির্দেশ করা কঠিন ! সে স্বরুপে এমন আকৃষ্ট, আমাদের মনের-আলো-আঁধারিতে এমন একটি রহস্যময় লগ্নে তার জন্ম-যে, আমাদের তীব্র বুদ্ধির মধ্যাহ্ন দিবালোকে তাকে টেনে-আনতে গেলেই তার স্বরুপ বৈলক্ষন্য ঘটে। এই জন্য রোমান্টিকতা বলতে আমরা যে কি বুঝি, কি না বুঝি নিজে-রাই তা স্পষ্ট করে বলতে পারি না এবং এর স্বরুপ সম্বন্ধে যাঁরা আলোচনা করেছেন, তাঁদের মধ্যেও ঐক্যমত দূর্লভ। কেউ কেউ স্বরুপ লক্ষণ নির্ণয় করতে
গিয়ে কতকগুলো বহিরঙ্গ লক্ষণের ব্যাখ্যা করেছেন ।
কেউ কেউ রোমান্টিকতার স্বরুপ ব্যাখ্যা করতে গিয়ে
নিজেরাই রোমান্টিক হয়ে উঠেছেন। তবে রোমান্টিক
শব্দটির অর্থ বলতে রহস্যময়তাকেই বুঝি। যা অনুভূতিতে সূরামোদিত ভাবের সৃষ্টি করে ।