মানব জীবনে বড় হ'তে চাইলে,চাই মানুষের দোয়া।
কেননা,দোয়া ছাড়া বড় হওয়া যায়না। এ কথাটা
আমার মত কেও অস্বীকার করবেন না,বা করতে পারবেন না। দোয়া মানে-ভালবা। আর সে দোয়া মা-বাবার দিয়ে শুরু ।
এদিক দিয়ে আমি একেবারে যে পোড়া কপালে সে
কথাটিও বলব না। তবে,বাবাকে হারিয়েছিলাম-
কলেজে ভর্তির মাস ছ'য়েক পরে।আর মা-জননীকে
হারিয়েছি দু'যুগ পরে।বাবাকে হারানোরপর সে ব্যাথা
মুছতে অনেক বছর লাগে বটে কিন্তু সে শুন্যতা
আজ রয়েই গেছে । তারপরও একটু শান্তি যে,যথা
শক্তি- ক্ষমতা দিয়ে সেবা খেদমত করেছি বা চেষটা করেছি । মা-জননী আমার জন্য রাত্রি কালে জেগে থাকত-
যতক্ষণ বাসায় না ফিরব ততক্ষণ । শুধু কি তাই,
আমার মঙ্গলের জন্য সব সময় প্রাণ খুলে দোয়া করত সেই-
মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে । আর সব
সময় আমাকে শুনিয়ে বলত, "আল্লাহ তোমার ভাল
করবে;আল্লাহ তোমার ভাল করবে"। মা-জননীর
সে দোয়া আমি পেয়েছি ।যে কারণে আজ আমি
সকলের ভালবাসা পেয়েছি উদার ভাবে । আমার
সংগঠন,আমার প্রতিবেশী,আমার পরিচিত- অপরিচিত,ধরম-অধরম নিরবিশেষে সকলকেই
আমি সম্মান করি,তাঁরাও আমাকে প্রাণ খুলে ভাল
বাসে এবং দোয়া করে । মানুষের ভালবাসা নিয়েই
ত জীবন।আর আজ, বাংলা-কবিতার ওয়েব সাইডের কবি বন্ধুদেরকে পেয়েছি একাত্ম ভাবে ।এর
চেয়ে বড় পাওয়া আর জীবনে কি হতে পারে ?