বাংলা বিষয়ে ইন সারভিস ট্রেনিং-এ গেছি টি,টি,কলেজ যশোরএ ২০০৭ সালে। তারিখটা ০২
সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর । পনের দিনের জন্য।
যশোর,কুস্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন মাধ্যমিক
শিক্ষা প্রতিস্থান থেকে মোট ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা
১৭ তম ব্যাজে অংশ গ্রহন করছেন ।করম জীবন ও শিক্ষা জীবন । প্রশিক্ষণের শেষ প্রান্তে এলো সংগীত কাব্য রাণীর পালা ।বাংলা বিভাগের পক্ষ্য থেকে স্মরণীকা 'স্মৃতি বন্ধন' সম্পাদনার দায়িত্ব ভার দেয়া
হ'ল আমার ওপর। শুধু তাই নয়,বাংলা বিভাগের প্রশিক্ষণ গ্রহন কারী সকলকে নিয়ে একটি কবিতাও
লিখতে হবে আমাকে। কুস্টিয়ার জগতী মাধ্যমিক
বিদ্যালয়ের শিক্ষক কছিম উদ্দীন আমার যুগ্ম সম্পাদক
করা হ'ল। দুপুরের লাঞ্চের সময় এক ফাঁকে লিখে ফেলি এই কবিতাটিঃ-
         ।।  প্রশিক্ষণে এসে ।।
           ---------------
প্রশিক্ষণ নিতে এসে,
সবার সাথে পরিচয় ।
যশোর কুস্টিয়া ঝিনাইদহ,
তিন জেলাতে মোঁদের ঠাঁই।
চৌদ্দ দিনের ট্রেনিং শেষে,
ফিরতে চায় মন যে ঘরে।
বাংলা বিষয়ের শিক্ষক মোরা,
শিখন শেষে যাব ফিরে ।
টি কিউ আই'র প্রশিক্ষণে,
শান্ত প্রিয় রহিম ভাই।
মেতে উঠি তামাশাতে,
তবু যে তার দেমাগ নাই ।
১৫/০৯/২০০৭ খৃঃ