কবি সালাম গফফার ছন্দ,পুরো নাম ম,আ,সালাম
গফফার। জন্ম যশোরএর সারসার কেরাল খালি গ্রামে।
পিতা মরহুম,গোলাম রব্বানী মন্ডল,মাতা মরহুমা,
শুকজান বিবি।দাদা আব্দুল গফুর মন্ডল ছিলেন মহেশ
পুরের প্রখ্যাত জমিদার সরলা বালা দাসী এবং সাত-
ক্ষীরার কোটা রাজবাড়ীর কাছারী খানার সুনাম ধন্য
নায়েব ও গাতীদার ।কবির বয়স যখন আট-নয়
তখন থেকে মুখে মুখে ছড়া,কবিতা, গান রচনা করতেন। মাধ্যমিক বিদ্যালয়ে পদারপন এবং এইস,
এস,সি পাশের মধ্যে তিঁনি কাব্যঃ-মুজিবের কন্ঠ;
নিশিথ রাতের বন্ধু; কথাকলি; আমার কবিতাবলী,
উপন্যাসঃ- অতি কস্টের জীবন; গোঁবরে পুস্প;
মাটির মানুষ; অপরাজিতা ; ভাল লাগার মানুষটি ;
বাংলার দুঃসাহসিক দস্যু গরীবের বন্ধু,(১ম ও ২য় খন্ড)
রচনা করেন। ৯০'র দশকে আঞ্চলিক সংবাদ পত্র সহ
বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখতে থাকেন ।
তাঁর লেখা অসংখ্য ছড়া,কবিতা,প্রবন্ধ, ছোট গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ ছাড়াও
অসংখ্য আধুনিক ও দেশাত্মবোধক গানও রচনা করেছেন । কবি যখন
সরকারী এম এম বিশ্ব্ববিদ্যালয়ে বাংলা সম্মানের ছাত্র
সহ্পাঠী বন্ধুরা তাঁর লেখা কবিতা পড়ে তাঁকে ছন্দ নামে ভূষিত করে। কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রী নেয়ার পর খুলনা সরকারী বি,এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা বিষয়ে এম,এ পাশ এবং পরে
বি,এড পাশ করেন।কবি আব্দুস সালাম গফফার ছন্দ
সারসার কে,পি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান
শিক্ষক পদে নিয়োজিত আছেন ,পাশা-পাশি সারসা
থেকে প্রকাশিত সাপ্তাহিক সারসা বারতা সংবাদপত্রটি সম্পাদনা ও প্রকাশনা করে যাচ্ছেন ।
কবির" নিশিথ রাতের বন্ধু" কাব্য খানি ২০১৫ সালের একুশে বই মেলায় প্রকাশ পাবে । পান্ডুলিপি
টির প্রকাশনার কাজ চলছে ।