আমি দশম শ্রেণির ছাত্র ।লেখালেখি বেগ-বান। সহপাঠী বন্ধুরা আমার লেখার বেশ ভক্ত হয়েছে বলতে-
হবে ।স্যারেরা প্রসংশায় পঞ্চ মুখ ।আমার পরম শ্রদ্ধেয়-
প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সাহেব আমার কবিতা-
পড়ে বলতেন,'গফফার যখন যা মনে আসে তাই
লিখবে । ক্যামন,মনে রেখ-লিখতে লিখতে লেখক ।
তিঁনি আর বলতেন,ইংরেজি প্রবাদে আছে ,প্রাকটিস মেকস অন ম্যান ক্যান পারফেক্ট"। আমার স্যার আজ আর বেঁচে নেই ।তাঁর সেই হিতোপদেশ আমার জীবনে-
আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর একজন গুণী,পরম শ্রদ্ধেয় মোঃ আনছার আলি স্যার যিঁনি বাংলা-
সাবজেক্ট'র জাহাজ নামে খ্যাত তিঁনিও একই উপদেশ দিতেন,'তোমার মনে যা-ই উদয় হবে তুমি তাই লিখবে-
তাহ'লে একদিন বড় কবি বা লেখক হ'তে পারবে"।
স্যার এখন বেঁচে আছেন । স্যারের দীরঘায়ূ কামনা করি। তাঁদের দোয়া ও আশিরবাদে আজো লিখে যেতে
পারছি।তাই এই মুহুরতে দু'লাইনের একটি কবিতা গুরুজন দ্বুয়ের কর কমলে নিবদন করে শেষ করব -
তোমাদের দোয়ায় আমি কাব্য-কথা লিখি,
সারাক্ষণ তাইত মনে নোতুন কথা শিখি ।
- ছন্দ ।