কবিতা, সত্য সুন্দরের প্রকাশ। কবি সুন্দরের পুজারী!
কবিতার ভাব,ভাষা জ্ঞাণ সাগরের ঢেউ । সাবলিল স্রোতের মত। মনো রাজ্যে যখন ভাবের উদয় হয় তখন
তন্ময় মন উদ্বেলিত হয়ে ওঠে । চিন্তা রাজ্য থেকে বের হয়ে আসে কবিতার বাণী ফলগু ধারা রুপে । কবিতার মাঝ দিয়ে জন্ম নেয় কবি । কবির সৃষটি পাঠকের মনকে ছন্দের তালে তালে এক অনাবিল সুখে
নাঁচিয়ে তোলে ।কবির মনে গভীর তৃপ্তির প্রসাদ ।এ দিক থেকে সকল কবি মনড্লীর মত আমিও পেয়েছি সে প্রসাদ ।এ সম্প্অরকে দু'একটি কথা না বল্লেই নয়,
আমার শিক্ষা গুরু মরহুম আনছার আলী পনডিত এবং নুরমোহাম্মদ স্যারের কথা অন্তরে গাঁথা হয়ে আছে। আমি তখন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ি।
কবিতা লেখা রীতি মত স্বভাব। পরীক্ষা দিচ্ছি,কবিতা লেখা খাতাটা টেবিলের রেখেছি,প্রয়াত প্রধান শিক্ষক
মরহুম আনছার পনডিত আমার খাতাটা নিয়ে পড়ে শেষে বললেন,"তোমার লেখা কবিতা খুব সুন্দর হয়েছে" । আমার প্রয়াত নুর মোহাম্মদ স্যার আমার কবিতা পড়ে আমাকে ডাকতেন , বুনো কবি কবি' বলে । তখন বাংলা সম্মানের ছাত্র এম এম কলেজে,
সহপাঠী বন্ধুবর এ,এস, এম,বেলাল আমার লেখা
কবিতা এবং কাব্য পড়ে উপাধী দিলেন ছন্দ ।সেই থেকে ছন্দের মধ্যে ডুবে গেলাম হারিয়ে গেলাম। সেই অবদি এখন আছি