আলোচনায় সর্বত্র ছিল - আসবে তো?
হবে তো সময়মত?
দিন-তারিখ খুব বাকী নেই যে
কাউন্টডাউন শুরু হয়েছে কবেই হে।
মিনি-স্কার্ট আর টপস এখনো পরনে!
ডিসেম্বরের এই গড়নে?
লবনের বাজার একটুও কাটতি না
টায়ার পরিবর্তনের প্রতিযোগিতা না।
গাড়ির স্নো ব্রাশ বিক্রি যাচ্ছেতাই কম
নেই তলায় খাঁজকাটা বুটের মচমচ দম।
হাল-ফ্যাশানের পশমী সব জ্যাকেট
কসকর পরিস্কার মেঝেতে হয়ে প্যাকেট
অসহায় গড়াগড়ি অবহেলায় অনাদরে
কাস্টমারের গায়ে ঢুকতে না পারে।
গ্যাস বিল দেখে পুলকিত গৃহস্থের মুখ
গাড়ির ব্লক হিটার না-ব্যবহারের সুখ।
অবশেষে এলো ছাপিয়ে-
জল্পনা-কল্পনার উনুনে ঘটির জল ঢেলে
দিগ্বিদিক ধবল-আলো মেলে
উৎকণ্ঠিত প্রতীক্ষার মুহূর্তগুলি ঠেলে
স্যান্টার লাল-সাদা আবরণে এলে
ক্রিসমাসের শুভলগ্ন ভিজিয়ে ফেলে।
হয় অবসান দীর্ঘ প্রতীক্ষার
হোয়াইট ক্রিসমাসে হারিয়ে যাবার।