কতক স্বপ্ন -
কতক কি সত্যি সত্যিই তা?
মাউন্ট রান্ডেলের চুড়োর চুনাপাথরে বসে
বাঁধাহীন উলঙ্গ স্বপ্ন দিগন্ত ফুড়ে আসে।
অন্ধকার তখন -
জোনাকীরা কি হয় আলোক-বর্তিকা?
নর্দান লাইটসের সচকিয়া বিচ্ছুরণ আকাশজুড়ে
স্বপ্নগুলো মাইক্রোসফটের হলুদ ফোল্ডারে।
হিমাংকের নীচে -
কৃত্রিম হিটার কি উষ্ণ করতে পারে?
রকি মাউন্টেন গুড়িয়ে সগর্বে শিনুক আসে
স্বপ্নগুলো ডানা মেলে অ্যালবাট্রসের পাশে।
ঘুম নেই -
রোলার কোস্টারে চেপে বসেছে কি দু’চোখ?
নারকেলের ছোবড়া আর সিদ্ধির শুদ্ধ মিশেলে
প্রশান্তি নামে দেহে, স্বপ্ন তবুও উতলা আসলে।