৪
কষ্টতো হয় মনে, আর ব্যথা শরীরে;
কী হয়েছে আমার?
ক্ষতবিক্ষত হৃদয়ে অসীম কষ্ট, আর
আঘাতহীন শরীরে তীব্র ব্যথা।
গায়ের রোম, চোখের পাপড়ি ব্যথায় কাতর
প্রচন্ড ব্যথার অনুভূতি আঙ্গুলের ডগায়
ব্যথা আছে এমনকি চুলের সূচাগ্রে।
নখও কাঁটতে পারি না ইদানিং
ব্যথার অসম্ভব কষ্ট।
একমাত্র মরণ-ঘুমেই বিলীন হয়ে যাবে সব ব্যথা।
ভুল বললাম কী?
মরণ ছাড়াও এর চিকিৎসা আছে,
তুমিই সে মহৌষধ-
তুমিই দূর করতে পার, সীমাহীন সব কষ্ট।