নিঃসঙ্গতার অসীমে পৌঁছে গেছি এখন
আকাশের নীলের মত অফুরন্ত নিঃসঙ্গতা।
ভোকাল কর্ড থেকে কোন শব্দ বের হয় না
বাতাসে হ্রস্যঢেউ তুলে যায়না কোথাও
সে শব্দ,
জাগায় না কারো ককলিয়ারে শ্রবণাননুভূতি।
কোন শব্দ শুনিনা অনেকদিন
হতে পারে বধির হয়ে গেছি,
অথবা শব্দ করার মত কেউ নেই
শব্দ শোনার মত কেউ নেই।
শুধুই শ্রবণ-ক্ষুধার্ত শার্দুলের মত
ইথারে তোমার হ্রস্যঢেউ খুঁজি।