সবকিছু চরমভাবাপন্ন
কী গরম! কী শীত!
দিগন্ত ফুড়ে ঠান্ডা আর্কটিক হাওয়া আসে
জমে যাওয়া শীত ধবল-দুনিয়ায়।
গরমটাও আসে চরম হয়ে
নেভাদার রুক্ষ মরু পার হয়ে।
এত চরমের মাঝেও চরমতম হয়ে তুমি আছ
সুখের শীর্ষে, পুলকতার শিখরে
আবার দুঃখের বিশাল মরুতে
হারিয়ে বালুর অতল গহ্বরে।