বিশাল দুনিয়ায় ক্ষুদ্রসম মাত্র
মানচিত্রে খুঁজে পেতে গলদঘর্ম ছাত্র।
চৈতালি মনের সদা-বিচিত্র কত মানুষ
বিশুদ্ধ হৃদয়-ভরে হরেক রকম ফানুস।
অথচ ছোট্ট মানচিত্রটার উপরে খাসা
হালের হায়েনা-শকুনেরা বেধেছে বাসা।
সমাগত, ধর্মের লেবাসে হিংস্র শ্বাপদেরা
উল্লাসে মত্ত, বিশ্লেষণে ধ্বংসের চুলচেরা।
ধর্ম-নিরপেক্ষতার ধ্বজাধারী কুলাঙ্গার
মানচিত্র খুবলে মিষ্টরস-পানে একাকার।
নাস্তিকের প্রগতিহীন সংকীর্ণ আভা
মানচিত্রে বসায় নখের নগ্ন থাবা।
চেতনার নামে মহান মুক্তিযুদ্ধ বেঁচে
বরগা দেয় মানচিত্র যত্রতত্র ঘেটে।
উল্লাসে চেচায়, ‘খুলে দে মা সবে
চেটেপুটে খাই যেখানে যা কিছু রবে।’
জাতীয়তাবাদের পুরুষ্ঠ ঠোঁট ভর্তি
আকণ্ঠ দুর্নীতির সরেজমীন অর্চি।
শালার আম-জনতা তবু স্তব্ধ, মুখ বুজে
দুর্বৃত্তরা মানচিত্রে আপন-স্বপ্ন খোঁজে।
দেশী-বিদেশী পুঁজির আগ্রাসী ছোবলে
বিশ্ব-রাজনীতির কুটচালের কবলে
মানচিত্র বড় অসহায়।
তীলক-আঁকা কষাই খুবলে খুবলে খায়
বিতর্কিত রামপালে ইস্পাত পাঠায়
মানচিত্র বড়ই অসহায়।
মানচিত্র, হাতড়ে খোঁজে গঙ্গাবিধৌত পললে
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা-পঞ্চগড়ে
সফেদ খাঁটি দেশপ্রেমিক-
যিনি হুঙ্কার দিবেন, ‘খামোশ’ - এই দেশ আমার।