জল্লাদের চরম বড় অদ্ভুত লাগে-
ফাঁসির কাষ্ঠে অসহায় দাঁড়িয়ে থাকা
বধির জৈষ্ঠে সবকিছু হারিয়ে ফাঁকা,
হোক-না কালো কাপড়ে পরিচয় বাঁধা
পিছমোড়া দু’হাতে বজ্র আঁটুনি গাঁথা,
করেছে ক্ষমাহীন বিরাট অপরাধ
কিংবা করেনি, আদতে সে নিরাপরাধ।
সভ্যতার উটজে মারতে হবে তাকে?
জল্লাদ হয়নি দেখা কখনো চাক্ষুষ
আহ্লাদ হবেনা জানি ইক্ষিতে পৌরুষ,
লাগে দুনিয়ার সবচেয়ে কুৎসিত
বাগে চুড়িদার উচকানা খুরশিদ।
তবুও ওরা খুনী, ঘাতক দুর্নিবার
বধেও ভাবে মুনি, শায়ক নির্দিধায়।