অবাধ্য দৃষ্টি শীতকের দিকে যাবেই যাবে
পাণি-প্রসারে আবার ছোঁয়াও যায়
মমতার পরশ বুলানোর বাঞ্ছা যেন ইচ্ছেঘুড়ি
আহারে! রন্ধ্রে রন্ধ্রে শুধুই অনিচ্ছায় মরি।
গ্রাফাইট-চিত্রে উদ্ধত মরণ আঁকা আছে
পুঞ্জীভূত ভালবাসার সকরুণ মরণ
যুগান্তরে লালিত ঐতিহ্যের অসহায় মরণ
সবগুলো ‘ম’ আর মায়ের কাতর মরণ।
শায়ক-বেঁধা মূমূর্ষু মথুরার তীব্র আর্তনাদ
জলহীন মরুতেও অবিরাম আঁখিজলপাত
সাগর-মাঝেও অসীম তেষ্টায় ক্লান্ত শ্রান্ত
দূরে, নাই-কোথাও আহ্লাদের বরেন্দ্র-প্রান্ত।
এরপরেও উঠে রবি প্রদেশ-কিনারা হতে
টানটান ভ্রু’র ছায়ায় হাস্যোজ্জ্বল দ্যুতি
গলিত মগজে কর ডুবিয়ে লবণ চাখে
পাঁজর ভেঙ্গে, ফুসফুস-শূন্য শ্বাস ছাড়ে।