বিচিত্র সব দু’পেয়ে প্রাণীর সম্মিলন!
নানান রঙের-বর্ণের - দৃশ্যতঃ গায়ের চামড়ায়,
লম্বা-চওড়া, ছোটখাট
লিঙ্গ-সমতা প্রশ্নাতীত সর্বাগ্রে।
ধুন্দুমার বহমান ব্লাক ফ্রাইডে শপিং
চারিদিকে উর্দ্ধশ্বাস হোমো সেপিয়েন্সের সারি।
দু’হাতে উপচে পড়া যাবতীয়-ভর্তি শপিং ব্যাগ
সেলফোনে চোখ রেখে কেউ কেউ অলস পায়ে
স্টারবাক্সের কফি কিংবা জুগো জুস গিলছে সশব্দে।
হাত ধরে হাঁটছে উচ্ছ্বলে প্রণয়-সুখে
আবার বিরস বদনে নিঃশব্দে,
ঝলমলে পোশাকের বাহারে চোখ জ্বালা করে।
লোভনীয় গ্রিল আর বারের আয়োজন সামনে
বোস্টন পিজা ঠিক পাশেই হুলুস্থুল ব্যস্ত।
মলের প্রশস্ত আইলে
মাথা নিচু করে বসে আছে
মাঝ বয়সী, সোনালী চুলের করুণমুখে একাকী
কষ্টমিশ্রিত হাসি স্পষ্ট এখান থেকে।
বিশাল ফুড কোর্টের কোণের দিকে নিশ্চুপ আমি
দেখছি সব অতি আগ্রহভরে।
এইচপি এনভির কী-বোর্ড সচল অনেকক্ষণ
দু’হাত ব্যস্ত শব্দ তৈরীতে
দৃষ্টানুভূতি ভাষায় রুপান্তরের যন্ত্রণা পেরোতে।
ভাবনা অতীব চিন্তাক্লিষ্ট
অনুমানের মচ্ছব বোধের সমস্তটুকু জুড়ে।
মানুষটার কষ্ট কেন?
অগণিতের এই মিছিলে হাত ধরার কি কেউ নেই?
পুঁজির ব্যভিচারে তিনি কি হাভাতের দলে?
হ্যারি রোজেন, হেনরি সিংগারের শপিং ব্যাগ নেই
কিংবা পছন্দের জিনিসটি নিয়ে উত্তেজনায়
জন্মদিনে দেবারও বিশেষ কেউ নেই?
নাকি ভাবছে, এই শপিং মহোৎসবের বহতা
কালের ভ্রমণে প্রয়োজন আছে কতটা?